শুয়োর পুষে যত্ন করলে
অভ্যাস কি তার যায়,
সোনায় মোড়া দাঁত দিয়ে সে
তবু গু-গবর খায়।
হাত যত তার বাঁধা থাক
শক্ত লোহার শিকলে,
গাগু গাগু করবে শুয়োর
গু-মুত খাওয়ার ছলে।
তোমরা যারা শুয়োর পোষো
হাড্ডি পাওয়ার লোভে,
ওই শুয়োরে ধরবে টুটি
নষ্ট হওয়ার ক্ষোভে।
অভ্যাস নষ্ট হওয়ার কষ্ট বোঝে শুয়োর
ছিটকে পড়িস তবু আক্কেল হয়না তোর।
০৮/০৫/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
রাত ৯টা১৫ মিনিট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।