আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-আরিচা মহাসড়কের দূর্ঘটনার সংবাদ মিডিয়ায় জায়গা পায় না কেন জানি না .......

ধর্ম যার যার , বাংলাদেশ সবার

ভাইরে পেটের তাগিদে প্রতিদিন প্রান টা হাতে নিয়ে গাড়ীর আসনে বসে থাকি কখন ঢাকা থেকে মানিকগঞ্জে পৌছাব । আর রোজই দেখি মানুষ মারা যাচ্ছে....সংঘর্ষ হচ্ছে একটি সাথে অন্যটির । কিন্তু রোজ খবরের পাতা টিভির স্ক্রলে চোখ রাখি .....থাকে না খবর কোন এই মহাসড়কের। ভাবি আমি একদিন পতিত হতে পারি । কেউ খবর পাবেনা .....দুর্ঘটনার সাথে সাথে আমার পার্স,মোবাইল ফোন কিছুই থাকবে না, তখন আমার চাইতে স্বেচ্ছাসেবকদের কাছে ওগুলোই বেশী প্রিয় হয়ে উঠবে । হয়তো বা জানলা দিয়ে প্রান টা ছুড়ে দিতে পারবো কে লুফে নেবে জানি না কারন মারা গেলে নাকি গ্রুপ ইন্সিউরেন্সের ১০০০০০/- টাকা নেওয়ার জন্যই কেউ হয়েতো আমার হয়ে আসবে । এইতো.......................জীবন..............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।