এমন পরশ কোনখানে পাই
কোথায় পাবো আর বল,
যে পরশে মোর মন জুড়ে যায়
মায়ের শীতল আঁচল।
এমন সুগন্ধ কোনখানে পাই
কেবা দিতে পারে আমায়,
মধুমাখা মোর মায়ের দেহের
সুগন্ধে হৃদয় জুড়ায়।
এমন মায়া কোনখানে যে পাই
কেবা দেবে পরম মায়া,
সকল দুখে শত কষ্টেও
মা দেয় মায়ামাখা ছায়া।
যত কথায় বলো তোমরা ভাই
মা বিনে মোর বান্ধব কেহ নাই।
৮/০৫/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
রাত ৯টা ৪৫ মিনিট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।