আমাদের কথা খুঁজে নিন

   

জয় জগা নন্দন (আজাইরা পোষ্ট)

বাংলাদেশ ভালোবাসি, বাংলা ভালোবাসি, তাই ফিরে ফিরে আসি।

আমার এক বন্ধু নাম মুরাদ ওর একটা সমস্যা হলো "ন", ন কে প্রায়ই সে ল উচ্চারণ করে আজ আপনাদের তাকে নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করবো। আমার সামনে কারো স্লিপ অব টাং টাইপ ভুল করে পার পাওয়া খুব মুশকিল ছিলো, তাই সব বন্ধু একটু সাবধানে কথা বলতো আমার সামনে তখন "জয় জগা নন্দন" গানটা খুব চলছিলো। যাইহোক একদিন সেই মুরাদ আমার সামনে গান গাচ্ছিলো "জয় জগা নন্দল.... আর যায় কোথায় ওরে নিয়ে আমরা সবাই হাসাহাসি শুরু করে দেই. সে আমার দিকে তাকিয়ে রেগেমেগে বলে...তর সবকিছুতেই বাড়াবাড়ি... আমি কি নন্দল কইছি নাকি. আমি হাসতে হাসতে জিগাইলাম তো কি কইছ. সে বলে আমি কইছি লন্দন বুঝেন অবস্থা.....সবাই হাসতে হাসতে শেষ বেচারা মুরাদ....সে আরো কয়েকবার চেষ্টা করেছে....কিন্তু দুদিকেই "ন" থাকায় কখনো বলে নন্দল আর কখনো লন্দন সেই থেকে আজো তার নাম আমরা লন্দন ডাকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।