আমাদের কথা খুঁজে নিন

   

অল ইজ ওয়েল-আমগো স্টাইলে

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।

সাধারণত নিজের ভার্সিটির কোন কিছু নিয়া কখনোই ব্লগ পাতা ভর্তি করি না। ভার্সিটি লাইফ নিয়া অনেকরেই পোস্টাইতে দেখি। সেই পোস্টগুলা খুব আগ্রহ করে পড়িও। কিন্তু তারপরও নিজের অভিজ্ঞতা নিয়া না লেখার কারণ হইল- আমার ভার্সিটি নিয়া পোস্টে কিছু বুদ্ধিজীবি ব্লগারের ত্যানা প্যাচাঁনো।

মনডাই খ্রাপ হইয়া যায়। এমনো হইছে আমার রুমমেট আইইউটি ক্যাম্পাসের সুন্দর কিছু ছবি নিয়া পোস্ট দিছে, সেইখানে কিছু ব্লগার আইসা তারে নীচা দেখায়। ঐডা প্রাইভেট ভার্সিটি, শুধু ক্যাম্পাসই সুন্দর পড়ালেখা কিছু হয় না, এইডা-সেইডা আরো কত কী! কেউ কেউ তো শুধু মুসলিমদের জন্য এই ভার্সিটি হওনের কারণে আইইউটিরে অনেক কিছু ট্যাগ করতেও ছাড়ে না। যাই হউক এই পোস্ট আসলে দুইটা লিঙ্ক দেওনের লাইগা। ফ্রেশারস রিসেপশন উপলক্ষ্যে ভিড্যু দুইটা তৈয়ার করছে ০৮ ব্যাচ।

জুনিয়র এই ব্যাচের তৈরি দারূণ ভিডিওর জন্য তাদেরকে অভিবাদন। ১। রেড হ্যাভেনঃ ২। অল ইজ ওয়েল-আইইউটি ভার্শনঃ পুনশ্চঃ ব্লগার পৃথি 'র একটি পোস্টে আইইউটি প্রোডাকশনের একটি ভিডিওর প্রতি বেশ কজন ব্লগারের ভালোলাগা দেখে এবং আইইউটি প্রোডাকশনের অন্যান্য ভিডিওর প্রতিও তাদের আগ্রহের প্রেক্ষিতে এই পোস্ট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।