সুন্দর আগামীর প্রত্যাশায়......
রুশনারার জন্ম সিলেটের বিশ্বনাথের বুরকি গ্রামে ১৯৭৫ সালে। বয়স যখন ৭ বছর তখন পরিবারের সঙ্গে ব্রিটেনে পাড়ি জমান। টাওয়ার হ্যামলেটসের মালবারি স্কুলের পাঠ চুকিয়ে চলে যান বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। পলিটিক্স, ফিলোসফি এবং ইকোনোমিক্সে ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন শুরু করেন ইস্ট অ্যান্ডেই। এডুকেশন, লিডারশিপ, হেলথ, রেস রিলেশন, সোশ্যাল পলিসি অ্যান্ড ইনোভেশন ইত্যাদি বিষয়ে মূলধারায় প্রচুর লেখালেখিও রয়েছে তার। ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে হিউম্যান রাইটস ইস্যুতে কনসালটেন্ট, ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চে রিসার্চ ফেলো এবং সাবেক এমপি ওনা কিংয়ের পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে রোশনারা কাজ করেছেন। তিনি বর্তমানে টাওয়ার হ্যামলেটস সামার ইউনিভার্সিটি এবং সামার ইউনিয়ন লন্ডনের চেয়ারপার্সন।
আমরা তার সাফল্য কামনা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।