অতি দুঃখ কষ্ট বেদনা ভালবাসা না পাওয়ার পরিমাপে আমার সকল আনন্দ বা একমাত্র ভাললাগবার জন্য কবিতা লিখতে থাকি। আর আমার জীবেন চরমঅর্থে কবিতা/লেখাকে স্থান দিয়েছি।
সততই থাকিব যাহার কেহ নাই নাহি তার আমি
মেল আাঁখি চাহো তুমি কিছু তো আমি আমি?
শেষ চোখের জল পড়তে দিইনি হারার ভয়
বৃক্ষলতা ঝড়ালো তবু নতুন হানিতে জয়তাক
যদি সঠিক সময় না আসে জল হবে পরাজয়
নদীত সর্ব থাকিব বৃষ্টি হে তোমার দয়াত।
গ্রাম তোরে প্রভাত দোলে শিশু খেলায়
কে তুমি ভাই?
মোর ভুবন প্রিয়র প্রিয় বাঁশি কি চাইতে নাগর
তুমি গাইলে আপনি বাজালে নাচতাম ছোটন।
মোর সারা মুলকজন অধীর দানেতে কল্যান
হারিয়ে যাইনি অখন্ও শুধু মরার ভয়
তোদের কারন?
হে মরন,
অন্তিম দিনেও চাইতে,
কেহ যদি হাসত আমার কারন
কেমন আছ বল,
মুক্ত ক্ষনে মুক্ত সব বারন।
ব্যাথা যদি হয় অনন্ত আসিয় ঘুচিয়ে দেব
তব সুখক
সাজে দেব তোমায় উপবনে সারা ফুল
করিব হরন।
তুমি অভিমানী কন্যা মানি শ্রী হোলেও অশ্রী
এত পরে সুখিয়ে গেল যে তব গাথা বকুল মালা,
নহে ধন-মুক্তা আঁজো চাইতে একটি নারী অহং
আপন করো বোকার প্রিয় চতুর প্রিয়।
-অবহেলারক্রান্তী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।