এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘বেশরম’ সিনেমায় প্রথমবারের মতো পিতা ও পুত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋষি এবং রণবীরকে। এ বিষয়ে ঋষি বলেন, “বেশরম-এর মাধ্যমে আমাদের পিতা-পুত্রের জুটিকে পর্দায় কেমন দেখায় সেটাই পরীক্ষা করেছি। তবে আমাদের আরও বড় কিছু করার ইচ্ছা আছে; সেটা হল ‘আওয়ারা’-এর রিমেক । যদি সিনেমাটি নির্মাণ করা হয়, তবে আমাদের পারিবারিক প্রোডাকশন আর কে ফিল্মস থেকেই করা হবে। ”
ঋষি আরও জানান ‘আওয়ারা’ সিনেমাটির রিমেকের মাধ্যমেই নতুন করে শুরু হবে ‘আর কে ফিল্মস’-এর যাত্রা।
‘আওয়ারা’ রিমেকে অভিনয়ের ইচ্ছ থাকলেও এটির পরিচালনায় থাকবেন না ঋষি। তিনি বলেন, “আমি একজন অভিনেতা হিসেবেই খুশি। আমি শুধু অভিনয় করতে চাই। এখানে আমাকে অভিনয় ছাড়া কিছুই ভাবতে হয় না। ”
এদিকে অভিনব কশ্যপের ‘বেশরম’-এ ঋষি অভিনয় করেছেন একাধারে তার স্ত্রী নিতু কাপুর এবং পুত্র রণবীর কাপুরের সঙ্গে।
সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন কাপুর পরিবারের এই তিন সদস্য। এই ব্যাপারে ঋষির অভিমত, “আমি এবং নিতু দুজনেই রণবীরের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। স্ত্রী এবং পুত্রের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। তবে এরপরও আমি মনে করি নিতু এবং আমার চরিত্রটির কাজ আরও বেশি থাকা উচিত ছিল। ”
কমেডি ধাঁচের সিনেমা ‘বেশরম’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন পল্লবী সারদা।
সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।