বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা।
< ডায়েরির পাতা থেকে >
০৭.১২.২০০৭
ডিসেম্বরে পৌছে গেছি। আরেকটি নতুন ইংরেজি আগমনী বারতা ভাসছে বাতাসে। লজ্জার কথা আমরা সারা বছর বাংলা তারিখের হিসাব রাখিনা অথচ ঢাক ঢোল পিটিয়ে পান্তা ইলিশ খেয়ে নতুন ফতুয়া, পাঞ্জাবি , সারি পরে সবাই মিলে পহেলা বৈশাখ পালন করি। প্রতিটি বাংলাদেশী প্রতিষ্ঠানে অন্তত একটি করে বাংলা ক্যালেন্ডার রাখা উচিত।
পড়াশুনার খুব চাপ যাচ্ছে। মেসের কিছু ছেলে ইদানিং খুব খারাপ ব্যবহার করছে। নিজেকে গুটিয়ে নিচ্ছি খোলসের মধ্যে। কারো রুমে জানা , দরজা প্রায়ই বন্ধ রাখি। পড়াশুনা, ভার্সিটি, ক্লাস, টিউটোরিয়াল আর টিউশনি নিয়ে খুব ব্যস্ত আছি।
কোনো কিছু মন দিয়ে দেখিনা। তবু ওদের পেটের ভাত হজম করতে পিছে লাগবেই। আমার পিছে না হোক আর কারো পিছে লাগবেই। ছেলে মানুষের এই রকম কুটনা স্বভাব থাকে আগে জানা ছিলনা। সমালোচনা যেন এদের করতেই হবে।
শরত চন্দ্রের ""পল্লিসমাজে"" পরা সেই গ্রাম বাংলার চিত্র আজ সেই একই ভাবে বিমূর্ত হয়ে আছে এখানে। আমার দশা সেই গল্পটার মত .....
এক ক্লাসে একটা ছেলে পড়ত। ক্লাসে শুধু একটা ছেলে নয় অনেকগুলো ছেলে পড়ত কিন্তু আমি বলছি গল্পের সেই ছেলেটার কথা। সে তার সহপাঠি বন্ধুদের সাথে কারণে অকারণে নিয়মিত ঝগড়া করত। এজন্য তার বন্ধুরা সবাই মিলে একটা ডিজিটাল সিদ্ধান্ত নিল , আগামীকাল থেকে কেও তার সাথে কথা বলবে না, যদি কেও বলে তবে তার সাথে সবার আড়ি হয়ে যাবে।
ছেলেটার সাথে কারো তেমন সদ্ভাব ছিলনা। তাই এই প্রস্তাব মেনে নিতে তার কোনো সহপাঠি আপত্তি করলনা।
পরদিন ছেলেটা ক্লাসে এলো। কেও তার সাথে কথা বলল না। সে কয়েকবার কথা বলার ব্যর্থ চেষ্টা করলো।
বাবুল কে একটা খোচা মারলো। রাতুলের কাছে পেন্সিল ধার চাইল। কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না কারো কাছ থেকে। কি আর করা ! অগত্যা চুপ করে বসে থাকা। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকা যায় ! নিজের মনেই বলে উঠলো , যাই বাড়ি গিয়ে এক কেজি লবন দিয়ে এক কেজি বেগুন রান্না করে একা একা খাই গিয়ে।
তার এই উদ্ভট অসয্য কথা শুনে পাশে বসা বাবুল বলে উঠলো , গাধা এক কেজি বেগুন রাধতে কেউ এক কেজি লবন দেয়।
ঝগড়াতে ছেলেটা এবার ঝগড়া করার স্কোপ পেয়ে গেল। আমার বেগুনে আমি এক কেজি লবন না দিয়ে পাঁচ কেজি লবন দেই তাতে তুই আমাকে গাধা বলার কে ?
ব্যাস সুরু হয়ে গেল ঝগড়া।
বি:দ্র: ছেলেটা কিন্তু রান্না করতে জানত না এবং পরবর্তী এক সপ্তাহ বাবুলের সাথে কোনো বন্ধু কথা বলে নাই।
আমার ঠিক একই দশা।
আমি যদি ছায়াকে ছাড়তে চাই তো ছায়া আমাকে ছাড়ে না।
ডায়েরী ২য় কিস্তি
ডায়েরী ১ম কিস্তি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।