আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার জায়গার পরিমান ১৮৭৩.৯৭ মেগাবাইট।

...

আমি পিপলস টেলিকম-এর ন্যাশনাল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতাম, গত মার্চ মাসে নিয়ম ভঙ্গ করে ভিওআইপি কল করার দায়ে ন্যাশনাল ফোন সহ আরো পাঁচটি ফোন কোম্পানীর নেটওয়ার্ক বন্ধ করে দেয়। সে দিন থেকে আমার ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যায়. ইন্টারনেট ব্যবহার বন্ধ মানে আমার সব কিছুই বন্ধ। কয়েক দিন আশায় আশায় কাটলো, এই বুঝি সংযোগ চালু হয়। কিন্তু না, দিন দশ-পনের অপো করে গ্রামীণফোনের এক হাজার পঞ্চাশ মেগাবাইট জায়গা কিনলাম। কিন্তু বিধিবাম পিসিতে কিছুতেই চালু করতে পারলাম না।

অবশেষে আমাদের কম্পিউটার বিশেষজ্ঞ আহমেদ শিপন ভাই এসে সংযোগ চালু করে দিলেন। অনকে দিনের জমে থাকা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বুকটা হালকা অনুভব করলাম। এপ্রিল মাসের ছয় তারিখে গ্রামীণফোনের কাছ এক হাজার পঞ্চাশ মেগাবাইট জায়গা কিনেছিলাম কিন্তু ব্যবহার করতে না পারার দরুণ জায়গা রয়ে যায়, অপরদিকে মেয়াদ শেষের জন্য পাঁচ তারিখেই টাকা ভরলাম। গত মাসের ৮২৩ মেগাবাইট আর নতুন কেনা এক হাজার পঞ্চাশ মেগাবাইট জায়গা মিলে আমার জায়গার পরিমান হলো ১৮৭৩.৯৭ মেগাবাইট (ব্যবহার শুরুর আগে)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।