আমাদের কথা খুঁজে নিন

   

বড় বিলাইয়ের জঙ্গল (চতুর্থ আর সম্ভবত শেষ কিস্তি)


প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি উপরেরটা নেট থেকে নেয়া আর নিচের গুলো আমার মোবাইল ক্যামেরায় তোলা। জঙ্গলের ছবি দেখে যারা সন্তুষ্ট না, জঙ্গলে গাছ নাই বলে, আজকের পর্ব তাদের জন্য। এই সিরিজ এখানেই শেষ করতে চাই। নইলে আরও অনেক ছবি তোলা যায়, সব একই রকম দেখা যাবে। ১. নীল আকাশে মেঘ করেছে, মান ভাঙাবে কে? ২. বাড়ীর পাশের জঙ্গল।

৩. এক ফ্রেমে জায়গা হয় না, তাই আরেকটা। ৪. গাছে কাঁঠাল, আসেন গোঁফে তেল দিই। ৫. বাড়ির পিছনের জঙ্গল। ৬. অফিসের সামনের জঙ্গল। ৭. অফিসের পিছনের জঙ্গল।

৮. এটাও এক ফ্রেমে জায়গা হয় না, তাই আরেকটা। ৯. পরগাছার জীবন মরণ। জঙ্গলটা দেখতে মন্দ না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।