আমাদের কথা খুঁজে নিন

   

ওরে খেলা জমছে দারুন... র‌্যাব কি ঠোলা হইয়া গেছে না ঠোলা ঠোলাই আছে...

বল বীর! চির উন্নত মম শির!

পুলিশ অফিসার গৌতম হত্যার তদন্ত নিয়ে জটিল খেলা চলিতেছে, সগৌরবে। র‌্যাব আর পুলিশের ভিন্ন ভিন্ন প্রযোজনায় গৌতমের খুনের দায়িত্ব স্বীকারের করতে আসামীদের লাইন পইরা গেছে ( বোধকরি ডিম সহ স্পেশাল যত ট্টিটমেন্ট আছে তারই সুফল!)। সাবাস করিৎকর্মা অফিসারগণ, অভিনন্দন গ্রহন করুন। সত্যি অপরাধীদের স্বীকারক্তি আদায়ে বাংলাদেশের কোন তুলনা নাই পৃথিবীতে। দারুন ফলপ্রসূ আর তাৎক্ষনিক পদক্ষেপে অপরাধের দায়িত্ব স্বীকারের লাইন পরে যায় আমাদের দেশে।

গৌতম হত্যাকান্ড তারই একটা জলজ্যন্ত প্রমান। তবে প্রথুম আলু আর কালুর কন্ঠের কল্যানে কিন্চিৎ সমস্যা হয়ে গেছে। দুইটা পত্রিকা দুইটা পক্ষের কথাকে গুরুত্ব দিচ্ছে বেশী। প্রতুম আলু লিখছে পুলিশের কথা যে , পুলিশ কইতেছে আমাগো আসামী অরিজিনাল, তারা সব কবুল করছে। তারা সব সত্যবাদীতার একটা দৃস্টান্ত।

আর কালের কন্ঠ লেকতাছে যে র‌্যাবে কইছে তাদের আসামী খাঁটি, একেবারে সত্যবাদী যুধিস্ঠর। পুলিশ কারে গ্রেফতার করছে জানিনা। আমরা আম পাব্লিক গ্যলারীতে উৎকন্ঠা নিয়ে বসে আছি... কে জেতে। র‌্যাব নাকি পুলিশ। কে এখন প্রকৃত ঠোলা।

আমরা আরাকটা আবিস্কারের আশা নিয়েও বসে আছি ,কবে কবরের লাশকে দিয়ে স্বীকারক্তি আদায়ের তরিকা আবিস্কার করবেন এই সব প্রতিভাবানরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।