যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
জানতে হবে বুঝতে হবে। পারতে হবে করতে হবে, জোর লাগবে ঈমানের। কুন সন্দেহ নাই।
কবিতার এই "জিনিস" প্রাপ্ত হন কেবল চুজেন লুকজন। বাকীরা যারা ব্লগে কবিতা লিখতাছেন তাদেরকে কইষা মাইনাস। বরকতে তাসাব্বুর ইয়া কবি উল উলুম এর ওরশে পাক মোবাকের কবি পীর লিপন চৌধুরী জিন্দাবাদ!!!
জীবনান্দের পর, বাঙলার মাটি কবি পীর লিপনের পাক প্রতিভায় সিক্ত হউক।
জয় মা তারা, জয় পীর কবি লিপন। অগামগা কবিগো আর বেইল নাই কইলাম।
জিন্মাবাদ জিন্দাবাদ কবি পীর লিপন জিন্দাবাদ। নতুন যারা কবি হইতে ইচ্ছুক, অতি সত্ত্বর তার দরগায় হাজির হন। যোগাযোগ: রূপনগর সংলগ্ন শিয়াল বাড়ী কবরস্থানের আশপাশ। ইয়া আমিন। ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।