একা বড় একা
এখন সত্যি ই রাত ৩ টা বেজে ৪০ , আমি জেগে । রাত ও আমার সাথে জেগে বসে আছে । যদি রাত ১২ টা পার হিসেবে দিন পার হয়েছে ধরে নেই তাহলে এখন ৫ই মে । এই রাতে ব্লগ লিখতে বসার কোন মানে হয় না । একাকীত্ব আর নির্ঘুম রাত হয়তো আমাকে টেনে এনেছে এখানে ।
আগের দিন কি লিখবো এ নিয়ে বেশ ঝামেলায় পড়েছিলাম । আজ লেখা দেখি একাই এগিয়ে যাচ্ছে । সমস্যা টা অন্য জায়গায় । আমার ফোনেটিক বাংলা টাইপিং এর গতি ধীর হওয়ায় আমার মাথায় যা আসছে তা সাথে সাথে লেখা হচ্ছে না । এই মুহূর্তে আমি ব্লগ লিখছি এবং বিষয়বস্তু আজকেও স্পষ্ট না ।
কি নিয়ে লেখা যায় । আজকের দিন টা কেই বেছে নিলাম । Sorry আজ না গতকাল । মানে ৪ঠা মে , মঙ্গলবার । Practical থাকায় যারপনার ই খারাপ দিন ।
ইদানিং আমার আবার নতুন রোগ হয়েছে । রাতের বেলার ঘুম বেড়ে গেছে অনেক ( আজকে জেগে আছি কিভাবে ? ) , সুবিধা এতে একটা হয়েছে বটে । তা হলো , সকাল এ এখন ঘুম অনেক আগে ( আ্যলার্ম ৬ টা ৪৫ এ দেয়া থাকলে ৭ টায় snooze করে ) উঠতে পারি । এতে যা লাভ তা হলো সকাল এ আমি কিছু Extra টাইম পাই । আগের মতো নাস্তা করে দৌড় মারতে হয় না ।
সাথে সকাল বেলা টিভি ও দেখা হয় । তো আজকেও রওনা হলাম ভার্সিটি এর দিকে । এমনে খারাপ দিন তার উপর প্রথম এ ক্লাস MAK এর । MAK হলো Muhammad Abdul Khaleque ( Spelling ভুল হইতে পারে ) । তার মাথায় কিছু সমস্যা আছে ।
সব ছেলে কে বানিয়েছেন মুহম্মদ আর সব মেয়ে হলো মাইয়া । কাউকে ডাক দিতে হলে তিনি চেঁচিয়ে ওঠেন এই মুহম্মদ অথবা এই মাইয়া । ডাক গুলো হয় এরকম , " এই মাইয়া বই আনছো ? ছবি আকছো ? দেহা দেহা ( দেখাতে বলার MAK Style ) . কই থেকে কই আসলাম লিখতে লিখতে ৪ টা বেজে গেছে । যাই হোক আমাদের ম্যাক এর পর Mathematics করে গেলাম Practical এ । যথারীতি বাঁশ ( ভালো বাংলায় মুলিবাশ ) খেলাম ।
বাসায় ফেরত আসার আগে এক 3rd Year এর ভাইয়ার কথাবার্তায় বুঝা গেলো যে পড়ালেখা করছি তাতে জামায়েত স্যার ( আমার ঢাকা কলেজের গণিত শিক্ষক ) এর ভাষায় , 'খুব সুবিধা হবে' । তো খুব সুবিধা করতে করতে আমি বাসায় আসলাম । আমার কাজ শুরু করে দিলাম তা হলো মোবাইল এ Chatting আর facebook এ গুতাগুতি । এর মাঝে হালকা একটা ঘুম হলো ( ২ টা ৩০ হইতে ৫ টা ৪৫ পর্যন্ত ) । উঠার পর ও একই কাজ , চলতে থাকলো ।
নাস্তা চা সারতেই দেখি ৭ টা ৩০ বাজে । ও এর মাঝে কিছু লাইন এলো মাথায় ( সেটা Status হিসেবে আপডেটিতো হলো ) ,
A flower blooming under the sunlight ,
look up and you'll see 300 kites .
Moving furiously making its way cutting through the air ,
just rap it out loud boy and pretend you don't care !
**Grammatical ভুল ধর্তব্যে আনবেন না **
আমার একটা বন্ধু online হলে তার সাথে কথা হলো অনেকক্ষণ । এবং তার সাথে কথার মাঝে লাইনগুলো হয়ে গেলো এরকম ,
A flower blooming under the sunlight ,
A real good time to start a fight for it .
Look up and you'll see 300 kites ,
Moving furiously making its way cutting through the air ,
There is a kite runner for each one ,
They are trying die hard to win too ,
Yes they are !
So , if you wanna win ,
I guess you'll have to rap it out loud boy
and pretend like you don't care !
Hay Ray Mr. Rapper ,
where ever you are ,
who ever you are ,
In this time , you have came this far ,
hahaha only 1 centimetre ?!?
You are never gonna make it ,
You'll be just like a zit a pimple in somebodys face ,
Which is not seen after some days .
Be like the sky that everybody gaze at ,
From there comes light the ray ,
Be like your name bro ,
Try to be like the Rays .
**some changes were made right now**
তো এইভাবে এটা তৈরী হলো । খানা পিনা করার পর ভাবছিলাম কি করা যায় ? মুহম্মদ জাফর ইকবাল এর "রঙিন চশমা" পড়ে তার জীবন কেমন ছিলো কিছুটা হয়তো বুঝলাম । মুভি দেখলাম Toy story 1 & 2 . তার পর তো লিখতে বসলাম ব্লগ ।
আচ্ছা আমার উপরের সৃষ্টি দেখে তো মনে হওয়ার কথা আমি Rap গান শুনি । এ নিয়ে আরেকদিন বলবো । ৫ টা বাজতে চললো । আর এর পর আমার কোন কঠিন বাংলা কবিতা ব্লগে দেওয়ার চেষ্টা করবো । আমি এখনো Inspection এর উপর আছি ।
কবে যে Safe user হবো । আজকে বিদায় !!
Signing off..........'Ray'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।