নতুন সুরে জেগে ওঠ বাংলা
গাও নতুনের গান,
পুরনোকে তুমি জ্বালিয়ে দিয়ে
কর নব উত্থান ।
তোমার শরীরে গিয়েছে কত
লাখ শহীদের প্রাণ
তবুও আজ নর পিশাচের
ভড়েনি ক মন প্রাণ ।
তারাই আজও বলে আবার
past is past
শুনেই যেন মনে হয়
লাগাই ক'টা বাঁশ ।
ফাঁসির মঞ্চে তাদের আজ
দাঁড়াতে যে হবে
৩০ লাখ রক্তের দাম
দিতেই যে হবে ।
সোনার দেশে তোরা যারা
নিয়েছিলি প্রাণ
তোদের আজ দিতে হবে
সেই বাংলাই প্রাণ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।