কবি তোমার দাম এ বছরও কমেছে
এবারও বেয়ারা অর্থমন্ত্রী কর চাপাতে ভুলে গেছেন
বাজেটে কৃষি-বিদ্যুত-সমরাস্ত্র আগের মতোই আছে
পেঁয়াজের দাম ও বাড়বে, বেতারে শুনলাম।
কবি তোমার চটি জুতার দাম কিন্তু বাড়বে বলে মনে হয়না
সবার দৃষ্টি এখন শাইনিং লেদারের দিকে
কাকের চেয়েও কবির সংখ্যা বেশি- লোকমুখে শুনি
তবুও আজকের বাজেট আলোচনায় কবি নেই
কবিতো কর দেয় না পৌর মেয়রকে
কবিতো বাহবা দেয় না মন্ত্রীর সমাবেশে
কবিতো বয়ান দেয় না- "আসুন সকলে মিলে এই জোচ্চোরটাকে ভোট দেই"
কবির সময় কাটে বেরসিক জোছনা দেখে
জোছনা আমাদের অর্থমন্ত্রীর বড়ই অপছন্দ
কবিতো ছোটোখাটো দুটো লাইনেও লিখতে পারতেন-
"হে অধমের দল, চালের দাম বেড়েছেতো কি হয়েছে?
কবিতার দামতো কমেছে, কবিতা কি খাওয়া যায়না?
আসুন কবিতা খাই, দেশের আলু-চাল-গম বাঁচাই।"
কবি কর দেয়না
কবি হাসপাতালে যায় না
হাসপাতালে যেতে হলে কর দিতে হয়
কারণ করের টাকায় হাসপাতাল চলে।
আর তাই আজকের বাজেটে কবি নেই
না থাকাই ভালো, বাজেটে কবি থাকা বিপজ্জনক
বলা তো যায়না কখন বলে বসে কবি-
"মোর কথা যতো, মোর ব্যাথা যতো, আজ কহিবারে তোরে
এসেছি দুয়ারে তোর, কি নিশি কি ভোর, টেনে নে আমারে।।"
বিনিয়ামিন
০৪ মে ২০১০ সাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।