২৩ আগস্ট সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে শেষ হলো ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১২’-এর আয়োজন। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি আয়োজিত ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১২’ কার্যক্রমের প্রথম এবং দ্বিতীয় সেরা বিজয়ী পুরস্কার পেয়েছে ১০ ও পাঁচ লাখ টাকার শিক্ষাবিমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, উন্নয়নকর্মী রাশেদা কে চৌধূরী ও চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য এবং স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র।
সোনামণিকে ঘিরে যে স্বপ্ন দেখছেন, সেটি এসএমএস করে পাঠানোর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ থেকে মায়েরা প্রায় এক লাখ এসএমএস পাঠান। পাঁচ হাজার জনকে প্রাথমিকভাবে বাছাই করে তাঁদের ওই স্বপ্নের নেপথ্যের গল্প লিখে পাঠানোর অনুরোধ করা হয়। দ্বিতীয় পর্যায়ে ফিরতি চিঠিগুলো থেকে মোট ১০০ জন নির্বাচিত হয়েছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।