আমাদের কথা খুঁজে নিন

   

কখন যে আমায় খুন…

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।

টেলিফোনে হুমকি এলো গতকাল রাতেঃ আমার অস্থি-মজ্জা এক ক’রে গুম করা হবে লাশ! তারপর সিনেমার ভিলেনের মতো হাসি দিয়ে কেটে গেল লাইন। আমি তাড়াতাড়ি ছুটে যাই বারান্দায়, রাস্তায় কোন অনাবশ্যক আগন্তুকের উটকো পদধ্বনি শোনা যায় কি না নিশ্চিত হই তাতে। তারপর ভাল করে খিল এঁটে দোরগোড়ায় চটচটে বমি করি একথাল- মাঝে মাঝে প্রায়ই যেমন বেশ রাত করে শোনা যায় বেজন্মা কাকের ডাক, আমি অপেক্ষায় থাকি কিছুক্ষণ সেই ডাকের। গতকাল এলেবেলে এক হুমকি এলো টেলিফোনের তার বেয়ে গতকাল তাই তাড়া খাওয়া কুকুরের মতো আপনা থেকেই দু’পায়ের ফাঁকে গুটোল আমার লোমহীণ ক্লেদাক্ত লেজ। আমার সমস্ত অবয়ব জুড়ে যেন দগদগে ক্ষত আর আমি যেন সেই সব ক্ষতে রেখেছি মুখ। এভাবেই বাঁচামরা আজকাল। গতকাল হুমকি এলো টেলিফোনে, আজ কখন যে আমায় খুন করা হ’লো খুব নিপুন হাতে- টেরই পাইনি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।