লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির
কিছু কিছু ঘাস আছে, তার ঘ্রাণ ফুলের ঘ্রাণের মতো নয়
অথচ সেই ঘ্রাণের স্পর্শে এমন একটা অনুভূতি হয়, আর একগোছা
বুকের সাথে জড়িয়ে নিলে অভিনব একটা বোধন জন্ম লয়
আমার উঠোনের দু ধারে জঙলি কচু, কচুরিপানা, স্ত্রীর মরিচবাগান আর পুঁইয়ের মাচান
আরও অসংখ্য নাম-না-জানা ফুল-গুল্মলতা, অদ্ভুত সবুজ সমারোহ
শিরশির করে বাতাসে ভেসে বেড়ায় যে মাদকতাময় ঘ্রাণ
আমাকে একফালি জীবনের প্রণোদনা জাগায় প্রত্যহ
কাল আমি এমন কিছু ঘ্রাণ হারিয়েছি পথে যেতে যেতে
যখন আচানক বাতাসের পর্দা খুলে চোখ ফিরিয়েছিলাম উদার জমিনের দিকে
সেখানে কয়েকটি শালিক ও সারস আমার কপোলে তিলক এঁকেছিল
নিজস্ব চপলতা আর গাম্ভীর্যের ভেতর বুনছিল প্রকৃতিকে
কিছু কিছু ঘাস আছে, আর তার অমোঘ ঘ্রাণ, যা তুমি চেনো নি
আমাদের আড়িয়াল বিলের ধারে একবার ঘুরে যেও, আপামণি
এখানে একরাশ জীবন সজীব আগামীর গল্প লেখে- নাম তার সঞ্জীবনী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।