আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রকাশিত

অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।  

কথা যখন অপ্রকাশিত গদ্য আমার কাছে, এক নিঃশ্বাসে যখন পারিনা বাতাসের সৌরভ রন্ধ্রে পৌছিয়ে দিতে; কাগজের মায়ায় লম্বা বাঁশের সাকো কলমের সারথী বাঁক নেয়া মহাসড়ক গুলু কেবলই দীর্ঘ,প্রশস্ত কর্কট অভিশাপ ।

নীলিমা কি বোঝালে ? মর্মে মর্মে অনুভবে আসবে যাদুর পরশে ? প্রখর রোদে তুমি ছায়া দিবে বলে হাত ধরে নিয়েছিলে মর্ত্যলোকে । আলোড়নের শুরু সেই জগতে । আলো নেই, আঁধারে ছিল অনেক বছর প্রশান্তির কারাগার । বাতাসের গুনগুন নেই, তোমার কল্লোলিত আহবানে ঘুম ভাঙ্গতো আমার । নদীর স্রোতে ভেসে ভেসে সিক্ততার টান ছিল না,তবুও মন ছিল ভালবাসায় আপ্লুত ।

দীর্ঘাঙ্গিনী হয়ে থাকবে আমার-ভেবেছি যেই, লাস্ট সাপারে তোমারে খুঁজি । আলোর ঝলকানি টেনে নিয়ে আবার ফিরায়ে দিল অপ্রকাশিত গদ্য সব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।