আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ
নীল আমস্ট্রং কখনো তোমায় দেখে নি
তোমার ভালোর শুভ্রতা তাকে কোনদিন স্পর্শ করেনি
তাই বৃথায় সে ছুটে গিয়েছে চাঁদের দেশে
কখনো সে বুঝতে পারেনি ধরণীতে আছো তুমি আরো সুন্দরী বেশে।
পৃথিবীর হাজার হাজর পর্যটক অবিরাম চক্কর দিয়ে মরে
কোন স্থানে তার সৌন্দর্য পিয়াসু সত্তাকে সান্ত্বনা দিতে চাই
তাদের আশা কোনদিনই পূরণ হবে না, কারণ
তাদের আবদ্ধ চু কখনোই তোমার উপর নিবদ্ধ হবে না।
তোমার কণ্ঠস্বরের মধুর আওয়াজ শোনার আশায়
মানুষ বৃথায় চেষ্টা করে জ্যাকসন, মান্না দের আড্ডায়।
শিলং, রাঙামাটির কঠোর পাহাড় অযথায় টানে ভ্রান্ত পথিককে
তোমার সুইচ পাহাড়ের কমলতা তারা স্পর্শ না জানে।
আর কখনো ভরবে না কোন মানুষের মন
কারণ জগতে তুমি একজনই সে আমার জীবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।