লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
১) আন্তর্জাতিক পাসপোর্ট লাগবে।
২) সরকারী ব্যবস্হাপনায় ব্যয় কুরবানী বাদে যাত্রীপ্রতি
মোট খরচ ২,২৮,৬১৫/-
৩) বেসরকারী ব্যবস্হাপনায় ব্যয় বৈধ হজ্জ এজেন্সীর সাথে আলোচনা করে চুক্তি মোতাবেক।
৪) আবেদনপত্রঃ
৪,১- জেলা প্রশাসকের অফিস
৪,২- ইসলামিক ফাউন্ডেশন জেলা অফিস
৪,৩- উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস
৪,৪- হজ্জ অফিসার ঢাকা অফিস
৫) হজ্জের টাকা ও আবেদনপত্রের জমা তারিখঃ
৫,১- সরকারী ব্যবস্হাপনায় আবেদনপত্র সহ হজ্জযাত্রীকে অবশ্যই ২০শে মে ২০১০ এর মধ্যে ৪০,০০০/- এবং অবশিষ্ট ১,৮৮,৬১৫/- ২২শে জুন ২০১০ এর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
৫,২- বেসরকারী ব্যবস্হাপনায় হজ্জযাত্রীকে অবশ্যই ২২শে জুন ২০১০ এর মধ্যে বৈধ হজ্জ এজেন্সীর অফিস টাকা ও আবেদনপত্র জমা দিতে হবে।
৬) মহিলা আবেদনকারীকে তার মাহরমের আবেদনপত্র সহ জমা দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।