আমাদের কথা খুঁজে নিন

   

আজ কবিতা হয়ে গেল জাভেদ আর আমিনের।

অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।  

আজ কবিতা হয়ে গেল জাভেদ আর আমিনের।

তুমি বলো,আমি মেঘ হই তুমি ঝরো,আমি পাহাড় হই, বর্ষা নামাই দুজনে । সব অমাবস্যা কেটে যাবে, যদি বলো হারাবে শুধু আমার সাথে । চল আজ বৃষ্টি নামাই, সব অভিমান ভুলে । অভিমন্যু হয়ে জলের কাছে অশ্রু চেয়েছি,শুধু তোমার জন্যে মেঘ হয়ে আমি আসবো,চলো বৃষ্টি নামাই ভুবনে । তোমায় আমি বৃষ্টি দেবো, চোখ ভরা জোছনা ঝড়ো বাতাসে প্রদীপ জালাই, নিমগ্ন এক বিলাসিতায় ।

বাতি নিভে যায়,তোমার আলোয় জোছনাকে মনে হয় মিটমিটে আলো, তোমার আঁচলে মাথা বুঁজে মনে হয়, এ যেন স্বর্গের চেয়েও ভালো । আকাশের ঐ নীলকে বলি আমাজানের সবুজকে,বৃষ্টির ছন্দকে বলি উতলা এই মন্ আমার, তুমি কি হাত বাড়াবে? রিমঝিম শব্দে আমি বুঝে যাই তুমি ঝরে যাওয়া বৃষ্টি, নীলের ছোঁয়ায় ভেঙ্গে দেও,তোমাকে নিয়ে আমার দারুণ সব সৃষ্টি। পৃথিবীর সব প্রান্তে দাঁড়িয়ে আমি,খুঁজি তোমার হাতের এতটুকু স্পর্শ, মৃন্ময় হয়ে তাকাই সবুজ চিরহরিৎ অরণ্যে, পাবো না তোমায়, আমি বুঝে গেছি । পাবো না তোমায়, আমি বুঝে গেছি, তবুও খুজি ঐ অসীম নীলে, সবকিছুর কি শেষ আছে,তোমাকে ভালোবাসার কি শেষ আছে? আমার ক্ষতের কি শেষ আছে? যদি আসো মাঝরাতে,বৃষ্টি হয়ে, বুঝে নিব,ভুল পথে হাটিনি কখনো, শ্রাবণ ধারায় চাইনা তোমায়,পাবো না,জানি,তাও চাই ভালবাসার ক্ষত পিষে ফেলতে চাই । যেভাবেই চাও,যখনি চাও, আমারি মাঝে তোমারি প্রকাশ ।

এই পরাণে তোমারে বাইন্ধা রাখছি,নক্ষত্রের বলয়ে, যাও যদি চলে অন্য কারো হাতে হাত রেখে, অপ্রকাশে,অন্যকোন জগতে তুমি তো আমার হবেই, জানি তোমায় পাবো,সব হারায়ে । এসো তবে বৃষ্টি নামাই,ভালবেসে, সাত আসমানের এই নিকট আকাশে, তুমি আর আমি,বৃষ্টি নামাই, পাহাড়ী ছড়া থেকে নামাই ঝর্ণা । ইচ্ছের বাতাসে মেঘ হয়ে উড়ে আসব তোমার কাছে, শ্রাবণ জলে ভিজে ভালোবাসবো তোমায় । জোছনার রঙ্গে স্বপ্ন হয়ে, সবুজ ভালোবাসা তোমার জন্য ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।