আমাদের কথা খুঁজে নিন

   

আজ পাকিস্তান জিতলেও কেউ কেউ তৃপ্তির ঢেকুর তুলবে। কি বেশরম জাতি আমরা!!

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

বাংলাদেশ বনাম পাকিস্তানের সেই ঐতিহাসিক টেস্টটি চলছে। বাংলাদেশ জয়ের কাছাকাছি। হা করে চেয়ে আছি টিভির দিকে। আগে থেকেই রং টং রেডি করে রেখেছি। জেতার পরেই মিছিল হবে।

কিন্তু না। সব আশা ভেঙ্গে দিলো এক ইনজামাম। আমরা তখন হতভম্ব হয়ে বসে আছি। কোথা থেকে একজন এসে বললেন, "হোক! সমস্যা কি? এক মুসলিম দেশ জিতেছে। " ইচ্ছা ছিলো তার মাথায় একটা বাড়ি দেই।

কিন্তু তিনি চাচার বয়সী বলে ইচ্ছাটা দমিয়ে রাখতে হয়েছিলো। আজ রাতে বাংলাদেশ বনাম পাকিস্তানের টুয়েন্টি-২০। আজকের খেলাতেও আমাদের অনেকে "মুসলিম দেশ" পাকিস্তানের পক্ষে দরদ পুষে রাখবে। এক ব্লগার(নাম ভুলে গেছি) একবার বলেছিলেন, "পাকিস্তান জিতলে বাঙ্গালির আনন্দে ঘুম আসে না, আর হারলে আসে না দুঃখে। " আসলেই।

কি নির্লজ্জ জাতি আমরা!! ঢাকার মাঠে পাকিস্তান বনাম ভারতের ক্রিকেট খেলা হলে বাংলাদেশের আকাশে আমরা উড়াই পাকিস্তানের পতাকা!! আমেরিকা যখন আফগানিস্তান কিংবা ইরাকে হামলা চালায় তখন আমরাই বুশের কুশপুত্তুলিকা দাহ করি। আমেরিকার পতাকা পুড়াই! অথচ যে পাকিস্তান মাত্র ৪০ বছর আগে আমাদের ৩০ লক্ষ স্বজনকে হত্যা করেছে, ক্রিকেটের ওসিলায় আমরাই সেই পাকিস্তানের পতাকা উড়াই, পাকিস্তানেরর প্রতি দরদ দেখাই। কি বেশরম জাতি আমরা! ও!!! আমি ক্রিকেটের সাথে রাজনীতি নিয়ে আসছি!! ভাইজান, একটু খোজ নিয়ে দেখুন তো যে পাকিস্তানি ভাইদের প্রতি আপনার এত দরদ তারা আপনাকে কি মনে করে, এই দেশকে কি মনে করে!! আপনার মতো এতো দরদ নিয়ে ঘুরে বেড়ায় না। আর রাজনীতির কথা বলছেন? আপনার পাকিস্তানি ভাইয়েরা যে ৩০ লক্ষ বাঙ্গালীকে হত্যা করেছিলো তারা সবাই কি রাজনীতির সাথে যুক্ত ছিলো?? পাকিস্তান জেতার পরে যে পতাকাটা উড়ে সেটার দিকে একটু তাকিয়ে দেখবেন তো স্বজন হারানোর পুরনো ব্যাথা জেগে উঠে কি না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।