মুহসিন আব্দুল্লাহ
পুনর্জন্ম
মুহসিন আব্দুল্লাহ
আজ আমার পুনর্জন্ম দিবস । ৬ষ্ঠ বার্ষিকী।
দিনটি ছিল শনিবার। ১লা মে ২০০৪ ।
প্রিয় প্রভু সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছেন
জান্নাতের দ্বার থেকে।
প্রিয় নবী (সাঃ) হয়তোবা
মুচকি হেসেছেন তাঁর ওহুদের দাঁতের ঔজ্জ্বল্যে সেদিন ।
আমার ঠোটের আগা হতে
ফিরিয়ে নেয়া হয়েছিল শাহাদাতের অমিয় সুধা।
সেদিন আমার কচি মুখের ‘আল্লাহু আকবার’ ধ্বনি
হয়তোবা ফেরেশতারা শুনেছিল গানের পাখির মতো
আর বাতিলের অন্তরে বিধেছিল তীক্ষ বিষ-বাণ
তারা চেয়েছিল আমার ছোট্ট শরীরটাকে
মাটির সাথে মিশিয়ে দিতে। আর আল্লাহ ,
আমার প্রভু চেয়েছেন আমার শরীরে আরো মাটি
চেয়েছেন আমার মাটি মুখে বলিষ্ঠ উচ্চারণ
‘আল্লাহু আকবার’ ‘আল্লাহু আকবার’।
তাই আমাকে ফিরিয়ে দিয়েছেন প্রভু
জান্নাতের দ্বার থেকে।
আমার ঠোটের আগা হতে
ফিরিয়ে নেয়া হয়েছিল শাহাদাতের অমিয় সুধা।
যে কবিতা লেখার কথা ছিল তোমার , তা আজ
লিখতে হচ্ছে আমাকে। হয়তোবা আজ তুমি আমায়
দেখতে পেতেনা এখানে । যেমনি পাওনা আব্দুল মালেককে।
শহীদের ভীড়ে অনুজ্জ্বল আমাকে হয়তো চিনতেনা সহজে
তবু আমি থাকতাম সেখানে, এখানে।
জান্নাতে ।
আর তোমাদের অবচেতনায় ।
আজ আবার এই পঙ্কিল পৃথিবীতে পাপিষ্ঠ আমি
বাড়াচ্ছি আমার পাপ । তবুও প্রার্থনা একটাই, প্রভূ
আমার পুনরূথ্থান যেন হয় সেই রক্তমাখা শরীরে
লাল হয়ে যাওয়া সেই শার্ট যেন জড়িয়ে থাকে
পাপের প্রলেপ মাখা আমার ক্ষীণ কায়ায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।