কয়েকদিন আগে দেশের বাড়ি যাওয়ার জন্যে এয়ারপোর্ট রেলস্টেশন গিয়েছিলাম। গিয়েই বলি খাইছে আমারে, আমার চারপাশে একি? কোথাও তিল ধারনের জায়গা নেই। চারপাশে শুধু মানুষ আর মানুষ। আমার সাথে ছিল আমার আম্মা। তো আম্মাকে বসানোর জন্য কোথাও কোন জায়গা খুঁজে পাচ্ছিলাম না পরে অনেক কষ্ট করে উনাকে বসাতে পারলাম।
এরপর ওখানে চোখ বুলিয়ে দেখলাম যতদূর চোখ যায় দেখি শুধু মানুষ আর মানুষ এবং এখানকার ৮০% মানুষই নিম্নশ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত। আর তখনই মাথায় আসলো যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি সব গরিব এবং নিম্ন মধ্যবিত্তের ঘরে একটা করে সন্তান নিতে বাধ্য করতাম এবং উচ্চবিত্তের ঘরে দুইয়ের অধিক সন্তান নিতে আগ্রহী করতাম। কারন আল্লাহ তায়ালা বলেছেন :- "পৃথিবীর জন্য উনি যতো মানুষ সৃষ্টি করেছেন কিয়ামত আগে সবাইকে তিনি পৃথিবীতে পাঠাবেনই, সেটা যেভাবেই হোক "। এখন দেখা যাচ্ছে বড়লোক বা শিক্ষিত লোকরা জন্মনিয়ন্ত্রন করে দুইটার বেশী সন্তান তারা নেয়না, আর এই কারনেই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দকৃত বাকি সন্তানগুলো রিকশাওয়ালা, দিনমজুর এদের ঘরে হচ্ছে। আর এই কারনেই তাদের ঘরে ৭-৮ টা করে ছেলেমেয়ে হয়।
কিন্তু তারা যদি শিক্ষিত এবং পয়সাওয়ালাদের ঘরে হতো তাহলে তারা সঠিকভাবে মানুষ হতে পারতো। তাহলে সমাজে এতো চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি ইত্যাদি থাকতো না। সমাজের বেশিরভাগ অপরাধগুলো কিন্তু নিম্ন শ্রেনীর মানুষদের দ্বারাই সংঘঠিত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।