আমাদের কথা খুঁজে নিন

   

আমরা দু’জন: সময়ের জেলখানায় বন্ধী

বা

আমরা দু’জন: সময়ের জেলখানায় বন্ধী আমরা দু’জন- বোধশূন্য ফেরারী হয়ে ঘুরেছি অনন্তকালের হাতকড়া এড়িয়ে আমরা দু’জন-সমগ্র প্রকৃতিতে একাত্ম , দীর্ঘকাল পলাতক- এখন এসেছি ফিরে আমরা ভূমির বিছানা, শিলার বালিশে শুয়ে থাকি আমরা কচি কচি ঘাস, আমরা রাখাল,আমরা অযত্নে বেড়ে উঠা লতাগুল্ম আমরা দু’জন সন্তরণে বিহ্বল দু’টি সামুদ্রিক মাছ আমরা দু’জন বিকশিত দু’টি বিহঙ্গ, সকাল-সন্ধ্যা জীবনের সুগন্ধি ছড়াই আমরা দু’জন বন্য আদিম দু’টি পাশবিক স্বত্ত্বা আমরা দু’জন আলোকিত সমুজ্জ্বল রশ্মি আমরা ভারসাম্য পার্থিব আর অপার্থিবতার আমরা দু’জন দু’টি ধুমকেতু ধাবমান অনন্ত কপথে, আমরা দু’জন সমুদ্দুরের বিশৃঙ্খল উদ্যম উদাম ঢেউ, পরস্পরকে জড়িয়ে থাকি আমরা দু’জন দু’জনকে ভিজিয়ে দেই লবনাক্ততায় আমরা ঘুরি চক্রাকারে- আর ফিরে যেতে চাই আপন বাড়িতে, যেখানে আমরা স্বাধীন অপরাধহীন ফেরারী ছিলাম, শূণ্য-নিথর-নিস্তব্ধ। আমরা দু’জন সময়ের জেলখানায় বন্ধী এখন- বয়ে চলছি স্রোতস্বিনী অপার আনন্দধারা জীবনের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।