I Love Bangladesh
আজ এটিএন বাংলার একটি রিপোর্ট দেখে অবাক ও বিস্মিত হলাম।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কলিগ শিক্ষককে যৌন হয়রানিকারী শিক্ষক আবদুল্লাহিল কাফীকে নিয়োগ দিয়েছিলেন বর্তমান হাসিনা সরকারের উপদ্ষ্টো, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি আলাউদ্দিন।
কাফী একজন শিক্ষককের সাথে যা করেছেন তা পশুকর্ম বললে বেশি বলা হয় না।
তবে এই পশুকর্ম তিনি হঠাৎ শুরু করেছেন তা নয়। এটা তার দীর্ঘদিনের পুরোনো রেওয়াজ।
সেই তথ্য জানিয়েছেন উড়িয়া বটেশ্বরে প্রত্নতত্ব খননকারী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ জানালেন তিনি প্রভাষক থাকা কালীন এমএ ক্লাসের এক ছাত্র এক মহিলার সাথে নোংরামি করেছিলেন তার নাম ব্যবহার করে। পরে তা প্রকাশ হয়ে পড়ে। এটিএন এর রিপোর্টার মিল্টনের অনুসন্ধানে বের হয়ে এসেছে এম এ ক্লাসের সেই কৃতি ছাত্রটি হলো আবদুল্লাহিল কাফী।
তাছাড়া বিভিন্ন সময়ে এই কাফীর পশু কর্মের নানা বৃত্তান্তও জানা গেল রিপোর্টটি থেকে।
তেল, গ্যাস রক্ষার নেতা শিক্ষক আনু মুহাম্মদ জানালেন, এই পশু কাফীকে নিয়োগ দেয়ার বিরোধীতা করেছিলেন তারা। এই বিরোধীতার কারণ ছিল কেবল তার পশু প্রবৃত্তি নয়, ভাল রেজাল্ট না থাকাও। শিক্ষা জীবনে কোন ফার্স্ট ক্লাস নেই পশুটার।
প্রশ্ন হতে পারে আলাউদ্দিন মিয়া তার পরেও পশুটারে শিক্ষক হিসাবে নিয়োগ দিলেন কেন?
আমার ধারণা কারণটা ইতোমধ্যেই বুঝে গেছেন সবাই।
তবুও বলি।
উভয়ের রাজনৈতিক বিশ্বাস একই, রাজনৈতিক দল একই। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ।
অবশ্য কীর্তির কথাগুলো বলার পর কাফী ছাত্রলীগ করতেন সেই কথাটা না বললেও বুঝে নিতে কষ্ট হতো না কারো।
কারণ ধর্ষণ, যৌন নিপীড়ন, সন্ত্রাস, খুন, ডাকাতি, টেন্ডারবাজি, চুরি, ছিনতাই শব্দগুলো ছাত্রলীগ শব্দের সমার্থক হয়ে গেছে অনেক দিন ধরেই।
এখন কোন ছাত্রলীগ বা আওয়ামী লীগ দেখলেই মনে হয় এই লোক জীবনে কোন না কোন সময় হয় চুরি করেছে, নইলে ডাকাতি করেছে, নইলে খুন করেছে, নইলে ধর্ষণ করেছে, নইলে অন্তত পক্ষে কাউকে না কাউকে যৌন হয়রানি করেছে।
কোন না কোন খারাপ কাজে পারদর্শী না হলে তার আওয়ামী লীগ বা ছাত্রলীগ করার কথা না। ঐসব অপকর্ম ছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্মী বা নেতা হওয়া যেন মানায়ই না।
কিন্তু একটা বিষয় আমার খুব অবাক লাগল। আওয়ামী লীগার হলেও বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যায়ের একজন ব্যক্তিকে তো মানুষ হতে হয়।
কিন্তু সেও পশুর পালনকারী, সেও প...........।
অন্য অনেক বিষয়ে সোচ্চার জাফর ইকবাল, সেলিনা হোসেন, শাহরিয়ার কবিররা এইসব পশুদের নিয়ে কিছু লেখে না কেন?
স্বগোত্রিয় বলে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।