আমাদের কথা খুঁজে নিন

   

যদি আপনি আজ একটি ইচ্ছাপূরণ কলম কুড়িয়ে পান, তো আপনার মনের প্রথম ইচ্ছা কী?

জীবন একটাই; জীবনের জয় অনিবার্য..

ধরুন আপনার বয়স দশ থেকে বারো বছরের মধ্যে। মানে আপনি শিশু। স্কুলে যাওয়ার পথে আজ সকালে একটি কলম কুঁড়িয়ে পেলেন রাস্তায়। কিন্তু এ কলমে আপনি যা লিখেন তাই সত্যি হয়ে যায়! মানে 'ইচ্ছা পূরণ' কলম। এখন আপনার কোন ইচ্ছাটির কথা প্রথম লিখবেন সেই কলম দিয়ে? মনে রাখবেন বিষয়টি কিন্তু পার্থিব হতে হবে। ধরুন আপনি চাইতে পারেন একটি আম বা একগাদা বই.. এরকম! অর্থাৎ আপনার প্রথম চাওয়া কী? একটি ‘ওয়ান মিনিট ফিল্ম’র স্ক্রিপ্ট তৈরিতে আইডিয়া দিয়ে সগযোগিতা করুন প্লিজ। নতুন নতুন আইডিয়া দিন। ভালো থাকুন..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।