অতি চালাক কিংবা অতি বোকা ।
এমন দিনে আনমনে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়।
১৬ টি দিন ঘুরে ঘুরেই কাটায়ে দিলাম। মন চায় এভাবে ঘুরে ঘুরেই যদি বাকী দিনগুলো পার করা যেত
ট্যুর থেকে এসে মনে হচ্ছে..."সমাজ সংসার মিছে সব , মিছে এ জীবনের কলরব। "
ঢাকা থেকে বেনোপোল হয়ে বর্ডার এর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে আমরা তখন ইন্ডিয়ায়।
(মাঝখানের নমেন্সল্যান্ডটুকু দেখে মনে হচ্ছিল দুই দেশের ভাগাভাগির স্বীকার ওই জায়গাটুকু। কোন জায়গাতেই যার কোন স্বীকৃতি নাই। )
দেশ থেকে আমরা সেই মুহুর্তে বিদেশে। সেটা অন্যরকম ১ টা অনুভুতি। মনে হচ্ছিল-চিরচেনা গন্ডি থেকে কোন অচেনা জায়গায় পা দিলাম?সাথে সাথেই কাজ করছিল নতুনের নেশা।
নতুন জায়গায় নতুন কোন প্রাপ্তি?!!!হয়ত...।
কোলকাতা থেকে আগ্রা,জয়পুর,দিল্লি,সিমলা,মানালি। একেক জায়গায় একেক অভিজ্ঞতা। কখনও প্রচন্ড গরমে পুড়ে যাওয়ার মত অবস্থা - কখনও শীতে কাঁপাকাঁপি। ঝটিকা সফরে যতটুকু দেখা যায়...যতটুকু মজা নেওয়া যায় সেটুকুতেই আনন্দ।
ওহহো প্রিয় সে সুরটুকু মনে পড়ে গেল ..."আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ...সত্য সুন্দর। "হ্যাঁ সত্য সুন্দর আর সুন্দর সব সময়ই সত্য। সেই দিনগুলি যেমন সত্য তেমনি সুন্দর। আমাদের হৃদাকাশের উজ্জ্বল-ধ্রুব।
হ্যাঁ আমরা সবাই নতুন হতে চেয়েছি।
নতুন ভাবে নিজেদের আবিস্কার করতে চেয়েছি। দেশে ফিরেছি নতুন আমরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।