আমাদের কথা খুঁজে নিন

   

তিন মুসাফির (কবিতাটি একটি গল্প তিন মুসাফির অবলম্বনে লেখা। এই মুহুর্তে আমার গল্পের লেখকের নাম মনে নাই। এইজন্য আমি দুখিঃত।)

১৯৯৩

দেশ ঘুরে দেখার আশায় বের হলো তিন মুসাফির। সারাদিন ঘুরে ফিরে রাতে বট বৃক্ষের নিচে হাজির। ক্ষুধা লেগেছে খাবার নাই আছে তারা চিন্তায়। এমন সময় কিছু মিষ্টি একটি লোক দিয়ে যায়। পরিমানে ছিল খুবই কম তিনজনের হবার নয়।

মিলেমিশে তাই তারা ঠিক করল একটি বিষয়। সবচেয়ে ভাল স্বপ্ন আজ রাতে যে দেখবে। সকালে উঠে সবটুকু মিষ্টি একলাই সে খাবে। তিনজন মুসাফিরদের মধ্যে একজন ছিল মুসলমান। অন্য দুইজন জাতে ছিল ইহুদি আর খৃস্টান।

এই বলে সবাই তারা বিছানাতে চলে যায়। ভাল স্ব্প্ন দেখবে সকলে ঘুমচ্ছে যে এই আশায়। মুসলমান মুসাফির উঠে যায় ছেহরীর ডাক শুনে। একে একে সব মিষ্টি খেয়ে ফেলে গোপনে। অন্যদুজন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে।

মুসলমানের ঘুম ভাঙ্গায় তারা দুজন ডেকে। ইহুদী তার স্ব্প্নের কথা সবার প্রথমে বলে। মুসা (আঃ) সাথে করেছে দেখা ঐ তুর পাহাড়ে। খৃস্টান বলে কি আর দেখেছো আমারটি এখন বলি। ডানা মেলে রাতের বেলা চৌঠা আসমানে গেলাম চলি।

পৌছে সেখানে ঈসা (আঃ)এর সাথে করেছি আমি দেখা। অনেক কথা বলার পরে ফিরে এলাম একা। মুসলমান বলে আমার স্বপ্ন ভীষন খারাপ! বলতেই লাগছে ভয়। এক দৈত্য এসে জোর করে সব মিষ্টি মোরে খাওয়ায়। অন্য দুজন বলল তখন ডাকোনি কেন মোদের? মুসলমান বলে কত জোরে ডাকলাম আমি তোমাদের! শুনলামনা কেন আমরা তাহলে ডাকোই যদি জোরে? প্রত্যুত্তরে তখন মুসলমান মুসাফির আবার তাদের বলে।

একজন ছিলে তুর পাহাড়ে আরেকজন চৌঠা আসমানে। যত জোরেই ডাকিনা কেন পৌছাবে কি তোমাদের কানে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।