আমাদের কথা খুঁজে নিন

   

খুব খুশি খুশি লাগছে আজ।



খুব খুশি খুশি লাগছে আজ। কারন সামু আজ আমাকে প্রথম পাতায় লিখার অনুমতি দিয়েছে। আমার কিছু বন্ধু সহ অনেকেরই অভিযোগ সামু ব্লগ নাকি ১৪/১৫ মাস পার হবার পরও watching এ ফেলে রাখে। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে পুরাই ব্যতিক্রম। :O ১ মাস ৩ সপ্তাহ আগে একটি পোস্ট দিলাম ৩/৪ দিন পর দেখলাম একবার পঠিত।

তারপর ২য় পোস্টটা করলাম, কিন্তু দেড় মাস পর হবার পরও শুণ্যবার পঠিত দেখে মনটা খারাপ হয়ে গেলো। উপরন্তু প্রতিবার লগইন করতে গেলেই পাসওয়ার্ড পরিবর্তন করা ছাড়া লগইন হতো না। :\ তারপরও গতকাল বহু কষ্টে লগইন করে একটা পোস্ট দিলাম। তবে এবার আমার ফেসবুক ওয়ালে শেয়ার করলাম। কিছুক্ষনের মধ্যেই দেখলাম ১২ বার পঠিত।

নতুন ব্লগার হিসেবে আনন্দই লাগছিলো। তাই আজ সাইবার ক্যাফে লগইন দিলাম আমার পোস্টগুলো কতোবার পড়া হল দেখার জন্য। তবে পাশাপাশি ই-মেইলেও লগইন দিলাম, কারন সামুতে এ কয়দিনের বিচরণে এটুকু অভিজ্ঞতা হয়েছিলো যে প্রতিবারই লগইন করতে আমাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। কিন্তু আজ হঠাত লক্ষ্য করলাম পাসওয়ার্ড ইনকারেক্ট না দেখিয়ে সরাসরি লগইন হয়ে গেছে। :O পরক্ষনে দেখলাম আমাকে প্রথম পাতায় লেখার অনুমতিও প্রদান করেছে ব্লগ কতৃপক্ষ।

আমিতো খুশিতে পুরা গদগদ। সেই খুশিতে আজ দু'দুবার আমার পদধ্বনিতে মুখরিত হয়েছে সাইবার ক্যাফে। এই পোস্টটিও ক্যাফেতে বসেই লিখে পোস্ট করলাম। (আজকের ৩ নং পোস্ট এটা। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।