আমাদের কথা খুঁজে নিন

   

Cox's Bazar: sky, cloud, sea, beach, forest...and what not?

আবীর শাকরান মাহমুদ ফ্লিকার লিঙ্কঃ Click This Link কিছুদিন আগেই খালামণি ইন্তেকাল করেছেন। এবারের নববর্ষে তাই এমনিতেই মনটা খারাপ ছিল। মন খারাপ কাটাতে তাই ভাবলাম, সৈকত থেকে ঘুরে আসা যাক। তাই, একলাই গিয়েছিলাম। প্যান্ট গুটিয়ে নগ্ন পা ডুবিয়ে দাঁড়িয়ে ছিলাম সফেন পানিতে।

একটানা, অনেকক্ষণ। যে একবার কক্সবাজার গিয়েছে সেই জানে, সমুদ্রের গর্জনে ঢেউয়ের তাড়নায় বাতাসের দুলুনিতে এ সময় শরীর চুইয়ে চুইয়ে না, উপচিয়ে উপচিয়ে পিনিক বের হয়। এজন্য মোস্ট আনরোমান্টিক মানুষের মনেও প্রেম জেগে উঠে। রস-কষহীন মানুষের মাঝে গজিয়ে উঠে কাব্যের ছন্দ। মূর্খও হয়ে ওঠে বিদগ্ধ দার্শনিক।

শুধু তাই না, সাগরের বিশালতা, মানুষকে স্পিরিচুয়ালি ভাবুক করে তোলে। হরাইজনে সাগর-বেলাভূমি আর আকাশের অভিসার আমাদের বুঝায় আমরা কত ক্ষুদ্র, কত নগণ্য। আর স্রষ্টা কত বিশাল! তাঁর সৃষ্টিও কত বৃহৎ হতে পারে! “তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে, তাদের উভয়ের মধ্যে রয়েছে ব্যবধান, যা তারা কখনো অতিক্রম করতে পারে না। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তাদের দুইয়ের মধ্য থেকে বেরিয়ে আসে, মুক্তো আর প্রবাল। সুতরাং তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আর সমুদ্রের পর্বতসমান জাহাজগুলো তাঁরই অধীনে।

কাজেই তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?” -আল-কুরআন(৫৫:১৯-২৫) আসলেই তো আমরা তাঁর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করব? তবুও আমরা করেই যাচ্ছি, করেই যাচ্ছি... অবিরাম, অবিরত... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.