নাম:-শরীফ বড়চাপা, মনোহরদী, নরসিংদী
এক্স-এইচটিএমএল
এইচটিএমএলের মাধ্যমে আমরা ওয়েব পাবলিশিং চালিয়ে যেতে পারলেও এর কিছু অসুবিদা আছে। প্রধান অসুবিধা হলো এতে কোন ধরনের তথ্য প্রকাশ করা হচ্ছে তা প্রকাশ পায় না। এইচটিএমএল পুরোপুরি স্টাইলিস্টিক মার্কআপ। ওয়েবে কোন ধরনের তথ্য প্রকাশ করছি তা বোজানোর জন্য ব্যবহার করা হচ্ছে মেটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এক্সএমএল। নূতন ওয়েব কনটেন্টসমূহকে আমরা এক্সএমএলে লিখতে পারি। কিন্ত অসুবিধা হলো সব ব্রাউজার এখনও এক্সএমএল সাপোর্ট করে না। তাই এইচটিএমএল সাপোর্টকারী ব্রাউজার বা ইউজার এজেন্ট এবং এক্সএমএল সমর্থনকারী ইউজার এজেন্ট দুটোই যাতে একই পেজকে তাদের সামর্থ্য অনুজায়ী ব্যবহার করতে পারে সেদিকে নজর দেয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এরই ফসল এক্সএইচটিএমএল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।