কাল থেকে শুরু হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। ১৭ দিনের আসরটি বসছে এককালের ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজের মনোরম দ্বীপ গুলোতে। ৪টি গ্রুপে ১২টি দল অংশ নিচ্ছে।
গ্রুপ-এ : বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
গ্রুপ-বি : শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড ও জিম্বাবুয়ে।
গ্রুপ-সি : ভারত, দ.আফ্রিকা ও আফগানিস্তান।
গ্রুপ-ডি : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় উদ্বোধনী ম্যাচে গায়্নায় মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
মহাবিপজ্জনক গ্রুপে পড়েছে বাংলাদেশ। এমনিতেই টি-টুয়েন্টি বিশ্বকাপের আগের দুই আসরে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতেছে।
ওয়েস্ট উন্ডিজের বিপক্ষে সে জয়ে প্রথম বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড সুপার এইটে উঠেছিলো বাংলাদেশ। সুখস্মৃতি এখানেই শেষ। দুই বিশ্বকাপ মিলে বাকী ৬ ম্যাচে বাংলাদেশ হেরে ভূত হয়ে গিয়েছিলো। সবচেয়ে ন্যাক্কারজনক ছিলো আয়ারল্যান্ডের কাছে ৬ উইকেটের শোচনীয় পরাজয়। অথচ ওতে জিতলে বাংলাদেশ চলে যেতো সুপার এইটে।
এবার আমাদের গ্রুপে গত এক যুগের প্রশ্নাতীত শ্রেষ্ঠ দল অস্ট্রেলিয়া আর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। পাকিস্তানের দলীয় অবস্থা ভালো নয়। আর ওরা কখণ অস্ট্রেলিয়াকে হারিয়ে ভূত করবে, কখন হংকংয়ের কাছে ১০ উইকেটে হারবে ওরাও সেটা জানে না। এই ভরসায় বাংলাদেশ দল এবার পাকিস্তানবধের মিশন ঠিক করে গেছে। অস্ট্রেলিয়াকে নিয়ে আলোচনা না করা স্বাস্থ্যের জন্য নিরাপদ।
কারন আমাদের জন্য মনখারাপের উপলক্ষই হতে পারে তারা।
এবার বাংলাদেশের প্রস্তুতি ভালো। পিসিএল আর এনসিএল খেলে বাংলাদেশের ছেলেরা ভালো প্র্যাকটিসের সুযোগ পেয়েছে। মাশরাফি ফিরে পেয়েছেন ব্যাটে বলে ফর্ম। ইমরুর কায়েস খেলছেন চমৎকার।
সাকিবের ব্যাটিং ভালো না হলেও বোলিং ভালো হচ্ছে। মূল ব্যাটিং স্তম্ভ আশরাফুলের রান খরা না কাটলেও বোলিংটা ভালো করেছেন। অন্যরাও ভালো ফর্মে আছেন।
আরো সুখের কথা প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৩৬ রানে জিতেছে বারবাডোসের সাথে। বহুদিন পর রান করেছেন আশরাফুল (৩৫ রান)।
যথারীতি সর্বোচ্চ রান এসেছে কায়েসের ব্যাট থেকে (৩৫ বলে ৫৭ রান)। যদিও বাংলাদেশ কালরাতে শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে।
Click This Link
তারপরও প্রস্তুতি ভালো বলতেই হবে। এই বিপজ্জনক গ্রুপে যা পাবো তাই লাভ।
টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের প্রতি বৈরি হলেও উপমহাদেশের প্রতি প্রসন্ন।
দুটি ফাইনালেই ছিলো উপমহাদেশীয় দলগুলো। প্রথম জিতেছে ভারত, পরে জিতেছে পাকিস্তান। শ্রীলঙ্কাতো গত আসরে খেলেছে অস্ট্রেলিয়ার মতো।
এবার কী হবে সেটা জানা যাবে ১৬ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় বার্বাডোসের ফাইনালের পর।
টুর্নামেন্টের ফিকশ্চার দিলাম সাথে।
জিএমটির সাথে ৬ ঘন্টা যোগ করে বাংলাদেশের স্থানীয় সময় পাবেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।