আমাদের কথা খুঁজে নিন

   

ফেদেরার-নাদাল লড়াইয়ের প্রতীক্ষা

সব কিছু ঠিক-ঠাক থাকলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার ও ১২টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদালের। টানা পাঁচবার ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেও গত তিন বছর ফাইনালে ওঠা হয়নি ফেদেরারের। ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন নাদালের নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোতে সাফল্য মাত্র একবারই, ২০১০ সালে। তবে এবার হার্ড কোর্টে টানা দুটি (রজার্স কাপ ও সিনসিনাটি ওপেন) শিরোপা জেতায় ‘রাফা’র প্রস্তুতি খুবই ভালো। অন্য অর্ধে আছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও গতবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।

উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন বার চ্যাম্পিয়ন জোকোভিচও একবারই ইউএস ওপেনের শিরোপা জিতেছেন, ২০১১ সালে। অর্থাৎ পুরুষ এককে গত তিন বছর তিন জন ভিন্ন চ্যাম্পিয়ন পেয়েছে ফ্লাশিং মেডো। মেয়েদের লড়াইয়ে তেমন ঔজ্জ্বল্য নেই। চোটের কারণে মারিয়া শারাপোভা সরে দাঁড়ানোয় মেয়েদের এককের আকর্ষণ অনেকখানি কমে গেছে। দুই শিরোপাপ্রত্যাশী শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ও দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কার ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই।

গতবারের চ্যাম্পিয়ন সেরেনার সামনে এখন মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেন জয়ের রেকর্ড গড়ার হাতছানি। মেয়েদের এককের ফাইনাল হবে ৮ সেপ্টেম্বর। আর ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা ৩২ বছর পূর্ণ করবেন ২৬ সেপ্টেম্বর। ১৯৭৩ সালে ৩১ বছর ৫৫ দিন বয়সে ইউএস ওপেন জিতে রেকর্ডটা অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের অধিকারে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।