বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
John Whitworth এর লেখা Writing POETRY বইটির প্রচ্ছদ
যারা কবিতা পড়তে ভালোবাসেন, অল্পবিস্তর লেখেনও, এবং কৌতূহলী এই ভেবে যে কী ভাবে লিখিত হয় কবিতা ... তাদের জন্য John Whitworth এর লেখা Writing POETRY-এই বইটি হয়ে উঠতে পারে অপার আনন্দের উৎস। আমরা অনেকেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাস বইটি পড়েছি, যে বইটিতে বাংলা কবিতার ছন্দ নিয়ে তুমুল আলোচনা রয়েছে। John Whitworth এর লেখা Writing POETRY বইটি কিন্তু মোটেও বাংলা কবিতা বিষয়ক নয় বরং ইংরেজি কবিতার নির্মাণকৌশল বিষয়ক একটি গ্রন্থ। তবে একটি ভালো বাংলা উপন্যাস লিখতে কখনও কখনও যেমন গ্রিক নাটকের পাঠ জরুরি বোধ হয় ... তেমনি John Whitworth এর লেখা Writing POETRY-এই বইটি হতে পারে একজন তরুণ বাঙালি কবির অনিবার্য এক হাতিয়ার ...
এই যন্ত্রযুগেও কবি ও কবিতা আজও ঠিক উপেক্ষণীয় হয়ে ওঠেনি বলেই মনে হয়
John Whitworth এর লেখা Writing POETRY বইটির ১.৪ মেগা ডাউনলোড লিঙ্ক ...
http://www.mediafire.com/?j1nd2nzjt30
উৎসর্গ: আমার একজন প্রিয়কবি। শিরীষ ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।