আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসি এই প্রান্তর শুধু

অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।  

দীপ নিভে যাওয়া বাতিঘর, হয়তো মর্মর হয়ে গেছে সমুদ্রের অভিযাত্রীর কাছে ।

দেয়াশলাই দেখে শিহরিত তুমি বোকার মতো । আরো কিছুদিন যদি আমি নদীর পাড়ে বালুঘরে শুধু সূর্যস্নানে বিকেল গুলু লাল আভায় জড়াতে পারতাম, অনুভবে,দীর্ঘশ্বাসে, অসহনীয় আর অশোভন মনে হতো না কোনকিছুকেই । শস্যে ভরে ওঠা জমিন, জলাভূমিতে আমার পদার্পন, সবুজের মাঝে হলুদ সর্ষের ঢেউ, চোখ জুড়িয়ে ভালবাসা আমার । পাইনা আর কিছুতে এই সুখ, যতবার জোৎস্নায় ঘুমিয়েছি নিবিড়তায় এইখানে । অদ্ভুত এক আকর্ষণে বাঁক নেয়া পিচ ঢালা এই বিধ্বস্ত সড়ক গুলু স্মরণে থেকে যাই আমার ।

হয়তো এইরকম ভালবাসাই শিশির জমা এই প্রান্তরে থেকে যাবে অনেক কাল ধরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।