আদি থেকে চলে আসা অসীর বড়াই
মসী সেথা পিছু হটে লাগলে লড়াই
অসী মানে অস্ত্র, ঢাল তলোয়ার
অস্ত্র সাজিয়ে রাখা ঘোড়ার সওয়ার
কালে কালে অসী হেথা বদলায় রং
রাইফেল পিস্তল কতো শত ঢং
আগে ছিলো তীর ধনু এখন বোমা
মিসাইল তার সাথে পড়েছে জমা
ক্ষমতাও তার সাথে করে যোগদান
অসী আজি রূপ ধরে পাহাড় সমান।
মসী রূপে দুর্বল কলম আর কালি
দিনে দিনে গড়ে ওঠা শব্দের জালি
গল্প কবিতা আর জ্বালাময়ী ছড়া
শব্দের বন্ধনে প্রতিরোধ গড়া।
অধুনা মসীর দলে করে যোগদান
ইন্টারনেট, টিভি রাখে অবদান।
তবু অসী ভয় পায় মসীরে ভীষণ
মসীরে বন্ধ করো-অসীর মিশন।
ইতিহাস থেকে জানি একেবারে শেষ
জিতবেই মসী নাই সন্দেহ লেশ।
(সদ্য বন্ধ হওয়া চ্যানেল ওয়ান এর উদ্দেশ্যে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।