আমাদের কথা খুঁজে নিন

   

মেষ পালকের পায়ে পায়ে

জলের অহং

স্বপ্নধূপ : মেষ পালকের পায়ে পায়ে মেষ পালকের পায়ে পায়ে আমি পৌছে যাই ঐ গাঁয়ে যেখানে আজ মরাপুকুরে পিছলে পড়ে রোদ! পাঠশালার নামতাপড়া নম্র-আঁখি মাস্টারের নাটাই ছিঁড়ে কখন যে ঊর্মিলডানা মেলেছে! কেউ দেখে নি ! চুপিসারে আমি তার হাত ধরে শৈশবের ঘুড়ি ওড়াই। কিশোরী কলমিলতার বেনুনীর ভাঁজে ভাঁজে গোলাপি-ফিতের ফুল গুজে দিতে দিতে চলে যাই শঙ্খমেলায়-- নাগরদোলায় দুলকিদোলের ফাঁকে ফাঁকে কখন যে মায়ের বকুনি ঝলক দিয়ে গেছে কেউ দেখে নি ! আমি তার ডাগর চোখে প্রজাপতির ওড়না ওড়াই ! সবুজদিঘির শান্তজলে লাজুকমেয়ের ভাসিয়ে দেয়া গোপনচিঠির সুখনৌকো কখন যে ছোট ছোট ঢেউ খেলে যায় কেউ দেখে নি আমি তার নাকছাবিতে স্বপ্নধূপের নিশান ওড়াই। স্বপ্নধূপের নিশান ওড়াই...। স্বপ্নধূপের নিশান ওড়াই ...!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।