আমাদের কথা খুঁজে নিন

   

দি ব্রোকেন উইংগস ...... [আপডেটেড]

Everything in the world has an expirary date, even relationship.

কয়েকদিন আগে আমাদের সমাজের পথশিশুদের নিয়ে একটা পোষ্ট পাবলিশ করেছিলাম এই ব্লগে। আপনাদের অনেকের অনেক সাড়া পেয়েছি। সকলকে অশেষ ধন্যবাদ এর জন্য। আশা করি আপনাদের প্রত্যেকের নিজস্ব উদ্যেগের মাধ্যমে এ সমাজে তারাও একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। নিচের লিংকে ক্লিক করে লেখাটি পড়া না থাকলে পড়ে দেখতে পারেন, তাদের পাশে দাঁড়াতে পারেন।

এ পোষ্ট আস্তিক-নাস্তিক, বি.এন.পি-আওয়ামি লীগ সবার জন্য, এ পোষ্ট মানবতার জন্য, বাংলাদেশের জন্য। আপডেট: এই লেখাটিকে কিছুটা পরিবর্তন করে সম্পূর্ণ ইংরেজি ভার্সনে আর একটা অনলাইন ম্যাগাজিনে পাবলিশ করেছি। সেখান থেকে যদি দুই-একজনও তাদের জন্য কিছু করে তাহলে তা হবে আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। নিচের লিংকে ক্লিক করে লেখাটির ইংলিশ ভার্সন দেখতে পারেন। The Broken Wings ………………. আমরা সবাই চেষ্টা করি তাদের জন্য কিছু একটা করতে।

হয়তো আমার এ লেখাদুইটি সবার জন্য একটা রিমাইন্ডার মাত্র। এর ফলে যদি অন্তত একটা পথশিশুরও ভাগ্যের পরিবর্তন ঘটে তাহলে তা হবে আমার জীবনে হাতে-গণা কয়েকটা ভালো কাজের মধ্যে একটা। সবাইকে অনেক ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।