আমাদের কথা খুঁজে নিন

   

কত দিন দেশে হরতাল দেখি না। একটা হরতাল দেখতাম চাই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আমিও আপনাদের মত নিজেকে একজন পজিটিভ থিংকার হিসেবে দাবি করি। তাই আপনিও যদি নিজেকে এমন দাবি করেন, তাহলে বিস্তারিত না পরে কমেন্ট করবনে না প্লিজ। *************************** উন্নয়নশীল দেশগুলো যখন আমেরিকা ইউরুপ কে অনুসরণ করছে, তখন আমরা প্রতিবেশিদের দিকেই বেশি আগ্রহী দেখাচ্ছি। আমরা শুধু তাদের বড় হওয়াকেই ফলো করছি না, বরং তাদের কালচারকেও অনুসরণ করছি।

তাদের খেলাধুলা থেকে শুরু করে টিভি, সিনেমা, নাটক-সিরিয়াল, কথা বলার স্টাইল, পোষাক পরিচ্ছেদের ধরণ, খাওয়া দাওয়া এমন কি শিক্ষা ব্যাবস্থাকেও আমরা অনুস্নরণ করে চলছি। এতে আমার কোন আপত্তি নেই, যদি এগুলো আমদের জন্য মংগল জনক হয়!! এবার আসি রাজনিতির কথায়, এ ক্ষেত্রে দাদা'দের সরাসরি আমাদের ওস্তাদই বলা উচিৎ। কারণ তাদের থেকেইতো শেখা আমাদের গদি দখল করার ষ্টাইল, আবার গদি থেকে টেনে নামানোর ষ্টাইল। হরতাল করার ষ্টাইল, হরতাল ঠেকানোর ষ্টাইল। আজ পশ্চিম বংগে হরতাল চলছে।

আমাদের দেশের যে অবস্থা, বিদ্যুত পানি, বখাটে যুবক, যুবলিগ, টেন্ডার বাজি, ভারতি সিনেমার আগমন, যুবতী মেয়েদের আত্নহত্যা, চাঁদা বাজিদের উৎপাত, ব্যাবসায়ি খুন, বাজার মুল্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ, এই সব মিলে আর ভাল লাগছে না। এর সমাধানের ও কোন লক্ষ দেখা যাচ্ছে না। এমত অবস্থায় কি করা যায়??? ***************************** সবার কাছে আমার জিজ্ঞাসা; আপনার সুচিন্তিত মতামত চাই। পশ্চিম বঙগের হরতালের খবর ও কিছু ছবি। ******************************* Click This Link http://www.anandabazar.com/27cal1.htm Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।