আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় দুই ছাত্রকে পেটাল



ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগের কর্মীদের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন_মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের মুন্না এবং ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের আদনান। হামলাকারীরা ছাত্রলীগ কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত আদনান কালের কণ্ঠকে বলেন, 'গত রবিবার বাস থেকে একটা ছেলেকে নামিয়ে দেওয়া হয়েছিল।

সম্ভবত কোনো এক মেয়েকে ওই ছেলে টিজ করেছিল। সে কারণে ওরা আজ (সোমবার বিকেলে) আমাদের কার্জন হলের সামনে থাকা বাস থেকে নামিয়ে মারধর করেছে। ' প্রত্যক্ষদর্শীরা জানান, ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাসেল, অপু, মোহাম্মদ এবং প্রথম বর্ষের মাসুম, আনোয়ার, নাজমুলসহ ৮-১০ জন ছাত্রলীগ কর্মী মুন্না ও আদনানকে মারধর করে। হামলাকারীদের বেশির ভাগই শহিদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শহিদুল্লাহ হল ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আজম মুন্না এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, 'আমি এ ব্যাপারে কিছু জানি না।

' ছাত্রলীগের একাধিক কর্মী জানান, গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামপুরাগামী শ্রাবণ নামের বাসে ছাত্রলীগ কর্মী রাশেদ এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে বাসের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায় এবং তাঁকে বাস থেকে নামিয়ে দেয়। ওই ঘটনার জের ধরে গতকাল বিকেলে কার্জন হলের সামনে থাকা শ্রাবণ বাস থেকে মুন্না ও আদনানকে নামিয়ে মারধর করা হয়। এ সময় রড, লাঠি, হকিস্টিক ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কে এম সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে কালের কণ্ঠকে বলেন, 'আমরা বিষয়টা দেখছি। কেউ লিখিত অভিযোগ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

'


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।