আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ন-কৃষ্ণচূড়ায় আমার বৃষ্টি ভেজা রাত

সুখি মানুষ

নিস্তব্দ সড়ক টি হয়ে উঠে আরও চমৎকার যখন নিয়ন এর কিছুটা আলো আর হটাৎ হটাৎ কৃষ্ণচূড়া তার ডাল পালা সাজিয়ে রক্তিম হয়ে সৌরলোক এর স্বরুপে ভরে উঠে নিয়নের আলোর সাথে তার যেন- জন্মের আগমনেই বেধে নিয়েছে- ভালবাসা, তার পুরোটাই আজ কৃষ্ণচুড়া কৃষ্ণচুড়ার রক্তিম মেঘ । সারা রাত ধরেই চলে তাদের কথপো কথন কখনো আবেগে কখনো অভিমানে নিশি প্রহর কেটে যায় অনেক গুলো তারপর হটাৎ একদিন- চলে যায় সময় ঝরে যায় কৃষ্ণচূড়া ঝরে যায় মিতালি ও পথে থেমে আসে আমার পথ চলা । আবার শুরু হয়ে নিয়নের সাথে অপেক্ষা গোনার প্রহর কবে হবে আবার কৃষ্ণচূড়ার সাথে দেখা । টিপ টিপ বৃষ্টি পড়ছে দাড়ীয়ে আছি নিয়ন আর কৃষ্ণচূড়ার তলে নিঃশব্দে তাদের ভালবাসা চলছে বেগে তখনি আমার ভেতরও জেগে উঠে এক সুখের অনুভূতি আমিও হারিয়ে যাই তাদের মাঝে ভাল্বাসায় সাংগ হয়ে... বৃষ্টি থেমে এসেছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।