www.cameraman-blog.com/
কয়েকদিন আগে ফেসবুকে "ব্যান রক উইথ রবীন্দ্রনাথ" নামে একটা গ্রুপ থেকে ইনভাইটেশন পেলাম। ব্যাপার কি জানতে গ্রুপে যেয়ে দেখি পদ্মার জল অনেক দূর গড়িয়েছে।
গ্রুপের লিংক ধরে আমাদেরগান.কম এ যেয়ে পেলাম কিছু তথ্য।
"জেড এ তুষারের সংগীতায়োজনে নতুন আঙ্গীকে রবীন্দ্রনাথের ১৩টি গান নিয়ে এই অ্যালবাম। এই অ্যালবামে রবীন্দ্রসংগীতের আদী স্বরলিপি অৰুন্ন রেখে গায়কীতে কিছুটা আধুনিক ঢং এর গানগুলো করার চেষ্টা করা হয়েছে।
তুষারের এই অ্যালবামটি করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ের রক এবং আরএন্ডবি প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ আরো আদৃত করে তোলা। তুষারের পাশাপাশি এই অ্যালবামে সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌ, তনিমা, বাঁধন ও সুমন। "
গ্রুপ পেজে ২টা ভিডিও দেয়া ছিল। সেগুলো দেখলাম এবং শুনলাম। খুজে পেতে ইউটিউবে তনিমার গাওয়া আয় তবে সহচরী গানটা পেলাম।
সেটা আপনারা ও দেখুন -
গানগুলো শুনলে স্বয়ং রবীন্দ্রনাথের যে হার্ট এটাক হতো তাতে কোন সন্দেহ নেই। আমার কথা হচ্ছে রবীন্দ্রনাথ যে সুরে গানগুলো রচনা করেছেন তার আলাদা একটা আবেদন আছে। সেটাকে এভাবে ধ্বংস করার প্রয়াস কেন ?
ফেসবুক গ্রুপ
রক উইথ রবীন্দ্রনাথ এর আরো গান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।