আমাদের কথা খুঁজে নিন

   

জবি শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা



মদনপুর-শনির আখড়া-যাত্রাবাড়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতল বাসটি যাত্রাবড়ি এসে পৌঁছায়। হঠাৎ হাঁক ডাক শোনা যায় 'জয়কালি মন্দির, টিকাটুলি, ইত্তেফাক, মতিঝিল! তখন সময় সকাল ৯ টা ২০ মিনিট। পাশেই বাহাদুর শাহ মিনিবাসের অপেক্ষায় শ'খানেক মানুষ। কাঁধে বইয়ের ব্যাগ ঝুলিয়ে কিছু শিক্ষার্থীও রয়েছে লাইনে। জবির কিছু শিক্ষার্থী সেই দ্বিতল বাসটি দেখে কাছে যায়।

কিন্তু বাসের লোকজন জোরে সোরেই ডেকে যায় টিকাটুলি, রাজধানী, মতিঝিল! ছাত্ররা লাইনে ফিরে যায়। একজন ছাত্র হেলপারকে জিজ্ঞেস করে 'আপনাদের এই উল্টো পথের ট্রিপের কথা জবি কতর্ৃপক্ষ জানে কী? লোকটি হেসে জবাব দেয়' মামা, আমাদের খেয়ে বাঁচতে হবে না?' জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৫-৬টি বাস রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই বাসগুলো বিআরটিসি থেকে ভাড়া নেয়া।

ফলে এরা ভার্সিটি অভিমুখে একবারই যাত্রা করে এবং বিকেলে একবারই ফিরে আসে। সব ছাত্র ছাত্রী কে একসংগে উঠতে হয় বাসে। কেউ দাঁড়িয়ে কেউবা ঝুলে বাসায় পৌঁছে। এই যখন অবস্থা তখন এসব বাসগুলোর এক ট্রিপেই জবি কতর্ৃপক্ষ বেশ খুশি। বেশির ভাগ ছাত্র ছাত্রী বিকল্প উপায় হিসেবে অন্য গাড়িতে যাতায়াত করে।

এতে সময় ও অর্থ দুই দিক থেকেই শিক্ষার্থীরা ক্ষতি গ্রস্ত হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।