আমাদের কথা খুঁজে নিন

   

য়ে সব এলাকায় কখনই বিদুৎ যায় না

মননশীল,

কম্পিউটারে বসলে শান্তি পাইনা । একটা ব্লগ লেখলে সেটা অনেক সময় পোষ্ট করার সুযোগ হয়না। কোন রকমে পোষ্ট করতে পারলেও কমেন্ট দেখকত পারিনা , জবাব দেয়া তো দুরের কথা। কারেন্ট চলে যায়। সারা দিনে ক'বার যায় তা হিসেব করে কুলঅনো যায় না।

কিন্তু এই ঢাকা শহরে এমন অনেক স্হান আছে যেখনে একবারও কারেন্ট যায় না। যে সব এলাকা কখনোই বিদুৎ যায় না। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর ভবন,প্রধানমন্ত্রীর কার্যালয়,হাইকোর্ট ভবন, মন্ত্রীপাড়া, রাষ্ট্রীয় অতিথি ভবন, সংসদ ভবন, সচিবালয়,বিদুৎ ভবন, বাংলাদেশ টেলিভিশন ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় , ধানমন্ডী রাইফেল স্কয়ার। দেশের গুরুত্বপূর্ন মানুষ গুলো যেখানে থাকে সেখানে তো নিরবচ্ছিন্ন বিদুৎ দিতেই হবে। আমরা সাধারন মানুষ নাহয় কষ্টেই থাকি।

সূত্র :প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।