আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাজেট গ্যাং ৭ এর প্রতারনা এর ট্যাব Neo4 কেনার আগে সাবধান হোন

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে

কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডকে গ্যাজেট গ্যাং ৭ এর নিয়ো৪ ট্যাবটা কেনার জন্য সাজেস্ট করি,স্পেসিফিকেশন মনের মতো হওয়াতে ও প্রি-অর্ডার করে এবং পরে তা হাতে পায় । সমস্যা হইছে ট্যাব এর সেন্সরগুলো নিয়ে , ভিডিও রিভিউতে তারা বলছে ৯ টা সেন্সর কিন্তু বাস্তবে এইটাতে আছে ৩ টা সেন্সর বেশিরভাগ সেন্সর মিসিং পরে তাদেরকে ফোন দিয়ে জানানোর পরে তারা বলে তাদের ওয়েবসাইট এ যেই ইনফো দিয়েছে সেটাতে ভুল আছে । বিশেষ করে Gyroscope sensor নাই যেটা তাদের ওয়েবসাইট এ সুন্দর করে এখনো বিদ্যমান,মোশন,প্রক্সিমিটি,লাইট সেন্সর ছাড়া একটাও সেন্সর নাই। প্যাটার্ন লক কাজ করে না,মার্কা মারা চার্জার সাথে দিছে যেটা দিয়ে চার্জ ফুল করতে আপনার ১০-১২ ঘন্টা লাগবে তাও ৮০% হয় । কেনার আগে Google play store থেকে Hardware info,android sensor box দিয়ে চেক করে দেখবেন অবশ্যই,আর সবকিছুর পারফর্মেন্স অভারল ভালোই ডিটেইলস পোস্ট আমি আবার দিবো স্ক্রিনশটসহ,আপনাদেরকে জানানোর জন্য এই পোস্ট দেয়া কারন ডিভাইস হোম ডেলিভারি এর পর হাতে পাওয়ার পর আফসোস করা ছাড়া কিছুই করার থাকবেনা সবাই ভালো থাকবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।