এক হাতে ব্যাগ আর এক হাতে বাবু,
আম্মুরা ওস্তাদ আব্বুরা কাবু !
ভোর বেলা এই ছবি দেখি পথে পথে
কেউ চড়ে রিকশাতে কেউ দামী রথে।
কেউ চলে হেঁটে হেঁটে কাছে থাকে যারা
কখন যে পৌঁছাবে তাই ভেবে সারা !
ইশকুল গেট ভরা মহাযানজট,
কখন ঢুকবে ক্লাসে, করে ছটফট !
ইশকুলে ঢোকে বাবু আম্মুরা গেটে,
বকা খায়, যানজটে যায় যারা লেটে।
দারোয়ান তাড়া করে, পোড়ে রোদ্দুরে;
একটু ছায়ার খোঁজে সরে যায় দূরে।
বসে বসে আম্মুরা আড্ডায় মাতে,
গল্পের সাথে কেউ উল বোনে হাতে।
ধূলায়, হকারে আর পথিকের চাপে
''কেন যে ঢাকায় থাকি?'' পোড়ে পরিতাপে !
ঘড়ির চাকায় জ্যাম কাটেনা সময়,
সাথে জোটে তালা-মারা ঘর নিয়ে ভয়।
অবশেষে ছুটি হয়, ছুটে আসে বাবু;
আবার ফেরার পথে যাতনায় কাবু !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।