আমাদের কথা খুঁজে নিন

   

অল্প-স্বল্প-গল্প (নিরানব্বই-একশত)



(সামুতে অল্প-স্বল্প-গল্প শিরোনামে ১৪ শব্দে পদ্য....লিখে যাচ্ছি প্রায় ৫ মাস হলো। হোসাইন-১৯৫০ নামের এক ব্লগার প্রথম আবিস্কার করলেন ১টি পদ্য ১৪ শব্দে। তারপর থেকে পরিকল্পিতভাবেই ১৪ শব্দে লেখা শুরু করলাম। হোসাইন ভাইকে ধন্যবাদ। সেই সাথে অন্য বন্ধুরা যারা আমার লেখায় মন্তব্য করেছেন তাদের সকলের জন্য শুভকামনা। ......... আজ আমার ১৪ শব্দের পদ্যের একশতম লেখাটি পোস্ট করলাম।) নিরানব্বই কামনা- এলো ডাক তোরা থাক তবে বন্ধু যাই, এলে ফিরে তোর তীরে যেন মেলে ঠাঁই। একশত একশটা...... টেলিফোনে ফিসফিস একশটা চুমো দিস জোড় দাবী তোর ওপারে অস্থির তুই এপারে হয়না ভোর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।